দর হারালো সয়াবিন
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দর হারিয়েছে সয়াবিন। সোমবার (২০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির মূল্য হ্রাস পেয়েছে। ব্রাজিল থেকে ব্যাপক পরিমাণে সরবরাহ বাড়ায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৭১ সেন্টে।
বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ব্রাজিল। চলতি মৌসুমে দেশটিতে তা রেকর্ড উৎপন্ন হয়েছে। ফলে ব্যাপক পরিমাণে তেলবীজটির রপ্তানি বাড়িয়েছে তারা। পাশাপাশি নিজ দেশেও তেল উৎপাদন করছে।
ব্রাজিলের তেলবীজ লবি অ্যাবিওভের প্রধান আন্দ্রে নাসের রয়টার্সকে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশটি থেকে বড় লটে সয়াবিন কিনছে চীন। সেটা কিনে তেল তৈরি করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এতে দাম নিম্নমুখী হয়েছে।