সিরিজ নিশ্চিতের মিশনে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

0 121

অনলাইন ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আজ। সিরিজ জয় আর সমতায় শেষ করার বিপরিতমুখী সুযোগ দুই দলের জন্য। বৃষ্টির বাধা কাটিয়ে অনুশীলনে ফিরেছে টাইগাররা। পেসারদের মানসিকতার পরিবর্তন মুগ্ধ করেছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। একইসঙ্গে হাথুরুসিংহের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসাও করেছেন ডোনাল্ড। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

সিলেটে এক সপ্তাহ ধরে দল তবে দলগত অনুশীলন দ্বিতীয় দিনের মত। যেখানে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মত দুই অভিজ্ঞ।

উড়তে থাকা বাংলাদেশের বড় দুশ্চিন্তা অধিনায়কের অফফর্ম। ৬ ম্যাচ ধরে নেই হাফ সেঞ্চুরি। শতকের অপেক্ষা প্রায় দু’বছর আর ১৭ ম্যাচ। তাই তো এক নম্বর নেটে দীর্ঘ সময় ধরে তাসকিন, মোস্তাফিজদের বল মোকাবিলা করেছেন তামিম। তবে বিট হয়েছেন বারবার।

ঠিক পাশের নেটে মনোযোগী মেহেদী মিরাজ বল হাতে সাবলীল। তৃতীয় ওয়ানডেতে এ স্পিন অলরাউন্ডারের খেলার সম্ভাবনা জোরালো। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে ইয়াসির আলীর।

তৃতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছ থেকে আরো রান চাওয়া ডোনাল্ডের। আয়ারল্যান্ডের চাওয়া, জয়।

বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ব্যাটিংয়ে আমাদের আরো উন্নতির জায়গা রয়েছে। ব্যাক্তিগত ৭০-৮০ রানগুলো সেঞ্চুরি কিংবা ১২০ হওয়া সম্ভব। দলগত রান ৩৮০ থেকে চারশো করা সম্ভব।

আয়ারল্যান্ড ক্রিকেটার লরকান টাকার বলেন, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে সমতায় ফেরার দারুণ সুযোগ আমরা পেয়েছি। সেটা কাজে লাগাতে চাই। আমার বিশ্বাস আমাদের সেই সামর্থ্য আছে।

গেলো বছর মার্চে দায়িত্ব নিয়ে এক বছরের মধ্যে টাইগার পেস বোলিং ইউনিটকে ভিন্ন মাত্রা দিয়েছেন অ্যালান ডোনাল্ড। তার অধীনে ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন এবাদত। তাসকিন, হাসান মাহমুদরা হয়ে উঠেছেন আরো বেশি আগ্রাসী।

অ্যালান ডোনাল্ড বলেন, আমি সবচেয়ে খুশি পেসারদের মাইন্ডসেটে ইতিবাচক পরিবর্তন আসায়। তারা এখন একটা ইউনিট হয়ে খেলতে শিখেছে।

তবে এখানেই সন্তুষ্ট হতে চান না। বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের উন্নতির জায়গাও দেখছেন।

বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, বিশ্বকাপে প্রস্তুতির জন্য আমি চাই এধরনের উইকেটে বেশি বেশি খেলা হোক। ভারতে ডেথ ওভারে ভালো বোলিং এক্স ফ্যাক্টর হবে। বেশি রানের পাশাপাশি পুরোনো বলে আমাদের পেসারদের উন্নতির জায়গা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.