হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

0 249

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেল চারটার দিকে তিনি গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এর আগে সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

Leave A Reply

Your email address will not be published.