বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান

0 127

অনলাইন ডেস্ক:

রাশিয়ার ভারাটে সেনা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, রুশ সেনা বাখমুত ছেড়ে পালিয়েছে।

বাখমুতে অভিযানের নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রিগোজিন বলেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের এক প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে।’

প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়, কারণ তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চেয়ে চ্যাঁচামেচি বেশি করছে।’

রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালাল, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, ‘রাশিয়ার কমান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এসব নির্দেশের জন্যই সেনারা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে, তা হয় না।’

বাখমুত দখলের জন্য ভাগনারের ওপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে। গত কয়েক মাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাদেরকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ওয়াগনার জানিয়েছিলেন, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।

এএফপি সাংবাদিকের মৃত্যু

বাখমুতের কাছেই ইউক্রেনীয় সেনার সঙ্গে ছিলেন এএফপির ভিডিও কো-অর্ডিনেটর আরমান সলডিন। ইউক্রেনের সেনার ওপর রকেট হামলা করে রাশিয়ার বাহিনী। এতেই ৩২ বছর বয়সী ফরাসি নাগরিক সলডিনের মৃত্যু হয়। এএফপির চেয়ারম্যান বলেছেন, সংবাদ সংস্থাটি তার মৃত্যুতে বিপর্যস্ত বোধ করছে।

বেয়ারবক-গ্যাং বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা চান রাশিয়ার সেনা যেন তাদের প্রয়োজনীয় জিনিস অন্য দেশ থেকে না পায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো দেশ যদি একতরফা চীন বা তাদের দেশের কোনো সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে তারা প্রবল বিরোধিতা করবেন।

ইইউ এখন রাশিয়ার অস্ত্র কারখানাগুলোকে সাহায্য করার জন্য কয়েকটি চীনা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে।

Leave A Reply

Your email address will not be published.