নারায়ণগঞ্জে বিস্ফোরণ : একে একে মারা গেলেন সাতজনই

0 150

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণে দগ্ধ সাতজনই না ফেরার দেশে চলে গেছেন। সর্বশেষ আজ বুধবার (১০ মে) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান দগ্ধ মো. ইব্রাহিম।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘ইব্রাহিমের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। তার বাবার নাম মোকলেসুর রহমান হাওলাদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তিনি রূপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।’

গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রূপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন।

হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস। শুক্রবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে নয়ন, একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর ও মধ্যরাতে মারা যান রাব্বি। আর শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল।

জানা গেছে, ঘটনার দিন শ্রমিকেরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫ থেকে ১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.