চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফের ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

0 282

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যেন সাপের অভয়ারণ্য। একের পর এক বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধারে খবরের শিরোনাম হচ্ছে প্রায়ই। গতকাল মঙ্গলবার (৯ মে) রাত পৌনে ১২ টার দিকে ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ২০ কেজির মত।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন কলোনি থেকে সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

পরবর্তীকালে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন দূরের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ১২ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২০ কেজির মতো। গতকাল রাতে কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, অজগর সাপ অবিষধর সাপ। এখন বর্ষার শুরু, সাপেরা শীত নিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.