ডেঙ্গুর প্রাদুর্ভাব: ৫ গুণ বেড়েছে রোগীর সংখ্যা

0 156

অনলাইন ডেস্ক:

দেশে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে গত ৯ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১শ’ ৪৪ জন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ গুণের বেশি। যাদের মধ্যে মারা গেছেন ১১ জন।

বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের প্রথম চার মাসের তুলনায় এ বছর বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

গত বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ১শ’ ২৬ জন। এ বছর একই সময়ে সে সংখ্যা ৫শ’ ৬৬। গত বছরের ফেব্রুয়ারিতে যেখানে আক্রান্তের সংখ্যা ছিলো ২০ জন সেখানে এবছরের ফেব্রুয়ারিতে আক্রানেতর সংখ্যা ১৬৬ জন। গত বছরের মার্চে ছিলো ২০ জন, এপ্রিলে ছিলো ২৩ জন। আর এবছরের মার্চে ছিলো ১১১ জন, এপ্রিলে ছিলো ১৪৩ জন।

ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে শিশুরা। তাই জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নেবার তাগিদ বিশেষজ্ঞদের।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক বলেন, জ্বর হলেই আমাদের চিন্তা করতে হবে ডেঙ্গুর কথা। এটা মাথায় রেখেই প্রথমে পরীক্ষা টা করে নেয়া ভালো।

এডিস মশার বিস্তার ঠেকাতে কাজ করছে সিটি করপোরেশন। জোর দেয়া হচ্ছে ব্যক্তি সচেতনতার ওপরও।

ঢাকা উত্তর সিটি উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মোঃ গোলাম মোস্তফা সারওয়ার বলেন, ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার ২০ শতাংশ কাজ করতে পারে কিন্তু ৮০ শতাংশ কাজ জনগণকে করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবাই যদি সচেতন হয় তবে ডেঙ্গু না কমার কোন কারণ নেই।

এদিকে কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর ৭০-৮০ ভাগ এডিস মশা আসছে নির্মানাধীন ভবনের বেসমেন্ট থেকে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর প্রাণ গেছে ১০৫ জনের।

Leave A Reply

Your email address will not be published.