ব্যাংকের গাড়ি থেকে চালকের মরদেহ উদ্ধার

0 160

অনলাইন ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে এবি ব্যাংকের গাড়ি থেকে শাহজাহান (৫০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘এবি ব্যাংকের গাড়ি থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করা হয়েছিল। তিনি ব্যাংকটির নিয়োগ করা গাড়িচালক। কর্মকর্তাদের আনা নেওয়া করতেন তিনি। আজ সকালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা খায়। গাড়িটি চালু অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘বিষয়টি ব্যাংকের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে এবং বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’

Leave A Reply

Your email address will not be published.