আইপিএলে আবারও চিয়ারলিডার বিতর্ক
অনলাইন ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চিয়ারলিডারদের নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। চলতি আসরেও চিয়ারলিডারদের ইস্যুতে লজ্জায় পড়তে হলো আইপিএল কর্তৃপক্ষকে। হাতভেঙে যাওয়া এক চিয়ারলিডারকে পারফর্ম করতে পাঠিয়ে তোপের মুখে পড়েছেন আইপিএলের আয়োজকরা।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল সোমবার (১৬ মে) ল্যাভেন্ডার রঙের জার্সি পরে মাঠে নামে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। মূলত ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিশেষ রঙের জার্সি পরেছিলেন তাঁরা। কিন্তু এই বিশেষ ম্যাচেই আলোচনা উঠল চিয়ারলিডারকে।
মূলত ভাঙা হাত নিয়ে গতকাল পারফর্ম করতে দেখা যায় এক চয়ারলিডারকে। টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যায় একজন চিয়ারলিডারের ডান হাতে ঝোলানো স্লিং। সেই অবস্থাতেই পারফর্ম করছেন তিনি।
যা দেখার পর আয়োজকদের মানবতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, চোট পাওয়া এক জন চিয়ারলিডারকে দিয়ে কেন পারফর্ম করানো হচ্ছে? আহত ওই চিয়ারলিডার পারফর্ম করছিলেন হায়দরাবাদের হয়ে।
তাই শুধু আয়োজক নয়, হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিকেও নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে। চিয়ারলিডারদের পক্ষে হয়ে অনেকেই হায়দরাবাদকে মাঠে বসেই দুয়ো দিয়েছেন।
ম্যাচটিতে অবশ্য সমালোচনার পাশাপাশি হার দেখেছে হায়দরাবাদ। গুজরাট টাইটান্সের কাছে ৩৪ রানের বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ।