নিয়োগ বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন চ্যানেল ও আইপি টিভি দেশী টুয়েন্টিফোর এর জন্য সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন তবে আবেদন করতে পারেন।
যোগ্যতাসমূহঃ
১.উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
২.সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
৩.মিশুক মনের অধিকারী হতে হবে
৪.নেশা ও মাদক মুক্ত হতে হবে
৫. অভিজ্ঞতা থাকলে ভালো তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও চাইলে সাংবাদিকতা শিখার পাশাপাশি করতে পারবেন।
৬. নিউজে ভয়েস দেওয়ার মত কনফিডেন্স থাকতে হবে
শর্তসমূহঃ
১.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
২.নিজের স্মার্টফোন থাকতে হবে
৩.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে
৪.কপি নিউজ করা যাবে না
৫.পুরোনো কোন নিউজ করা যাবে না
৬.ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে
৭.মাসে অন্তত দুটি বিভিন্ন প্রতিষ্টানের ডকুমেন্টারী ভিডিও নিউজ করে পাঠাতে হবে
৮. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে
৯.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে
১০.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১১.সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাদাবাজি করা যাবে না। যদি কোন রকম অপরাধে প্রমানিত হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে চ্যানেল কর্তৃপক্ষ।
১২.সাংবাদিক পরিচয় দিয়ে বিনা ভাড়ায় সরকারি ও বেসরকারি যানবাহনে চলাচল করা যাবে না।
সুযোগ সুবিধাঃ
১.সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে কর্তৃপক্ষ সাহায্যে এগিয়ে আসবে
২.পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে কর্তৃপক্ষ পাশে দাঁড়াবে।
৪.চ্যানেলের লোগো সহ প্রতিবছর একটি টি-শার্ট দেওয়া হবে
৫.বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
নিয়োগ প্রক্রিয়াঃ
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে। আবেদনের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে।
আবেদনক্ষারীর জিমেইল/ওয়াটস আ্যপ এ করে যা যা পাঠাতে হবেঃ
১.নিজের নাম
২.পিতার নাম
৩.মাতার নাম
৪.গ্রামের নাম
৫.ইউনিয়নের নাম
৬.কর্মরত জেলা,উপজেলার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম
৭.জেলার নাম
৮.জন্ম তারিখ
৯.এক কপি পাসপোর্ট সাইজের ছবি
১০.নিজের ভোটার আইডি কার্ডের কপি ও পিতা/মাতার ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে। ও পরিবারের যে কোন একজনের মোবাইল নাম্বার দিতে হবে।
১১.নিজের মোবাইল নম্বর দিতে হবে।
আবেদন পাঠাবেন এই ঠিকানায়: news.deshi24@gmail.com
জরুরী প্রয়োজনে মোবাইল: ০১৯৭৪৪৫০৯৩৩