মশার কয়েলের আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু

0 179

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে বসতঘরে আগুন লেগে মা ও দুই সন্তানসহ চারজন দগ্ধ হয়। এরমধ্যে দুই শিশুসন্তানসহ মৃত্যু হয়েছে মায়ের। রোববার (২৮ মে) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর ছৈয়দপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতরা হলেন- নুরনাহার বেগম (৩০) ও তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা আক্তার (৩)। আহত হন প্রতিবেশী ঈমাম উদ্দিন ইমন (২৩)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ১২টি বসতঘর পুড়ে যায়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানিয়েছেন, তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে তাদের ধারণা। পুলিশ দুইটি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ চারজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তিনজন মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.