নবীজির বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে সৌদি সংকট!

0 185

Saudi Crisis is similar to Prophet Mohammed said

সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে ১১জন রাজপুত্রচারজন মন্ত্রী এবং প্রায় ডজন খানেক প্রাক্তন মন্ত্রীকে বন্দি করার পর সৌদি আরবসহ মুসলিমবিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। এর পর আরও কিছু ঘটনার মধ্য দিয়ে তীব্র আকার ধারণ করে সৌদি সঙ্কটরাজ পরিবার বিভক্ত হওয়ার মতোও খবর পাওয়া গেছে

রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত একটি হাদীস শরীফের সংকটময় অবস্থার সাথে মিলে যাচ্ছে না তো এই সংকট?

হযরত ছওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, মহান আল্লাহ পাকের রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের ধনভাণ্ডারের (রাজত্বের জন্য) নিকট তিনজন বাদশাহর সন্তান যুদ্ধ করতে থাকবে। কিন্তু ধনভাণ্ডার (রাজত্ব) তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক (খোরাসান) থেকে কতগুলো কালো পতাকাবাকী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবেযেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি

বর্ণনাকারী বলেন, ‘তারপর নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন, ‘তারপর মহান আল্লাহ পাকের খলীফা ইমাম মাহদি আলাইহিস সালাম উনার আবির্ভাব ঘটবে। তোমরা যখনই উনাকে দেখবেউনার হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়তবুও যাবে। তিনি হবেন মহান আল্লাহ পাকের খলীফা মাহদি(আলাইহিস সালাম)’ (সুনানে ইবনে মাজাহ হাদিস শরীফ নং-৪০৮৪)

বর্তমান সৌদি রাজ পরিবারের সদস্যরা ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। হাদীস শরীফের ভাষ্যমতেতিনজনই বাদশার সন্তান। এই প্রিন্সরা এখন তিনটি গ্রুপে বিভক্ত। তারা হলেন- মুকরিন বিন আব্দুল আজিজমুহাম্মদ বিন নায়েফমুহাম্মদ বিন সালমান

সৌদির এই সংকটময় অবস্থায় কী ঘটতে যাচ্ছে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারছি নাআমরাও এটাও নিশ্চিত করে বলতে পারছি না যেএখনকার সংকটগুলো কী হাদিস শরীফে বর্ণিত সংকট কি না?

প্রসঙ্গতশনিবার এক বিশেষ আইনের বলে সৌদি যুবরাজ তথা দেশের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমানকে দুর্নীতি দমন কমিটির প্রধান করা হয়৷ এরপরেই রবিবার রাতভর সৌদি রাজপরিবারের অন্দরে বিশাল অভিযান চালান তিনি। গ্রেফতার করা হয় ১১ জন যুবরাজকে। বন্দি করা হয়েছেদেশের ন্যাশনাল গার্ড প্রধান ও নৌসেনা প্রধানকে।

Leave A Reply

Your email address will not be published.