বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

0 301

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় ব্যাটারি চালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৭) এবং একই গ্রামের দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৪৫)।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, মধুপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মধুপুরগামী একটি অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাঈনুদ্দিন, তার স্ত্রী তাহেরা বেগম ও দরদ আলীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, গুরুতর আহতাবস্থায় মাঈনুদ্দিনের ছেলে সিয়ামকে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখান তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.