অপুকে ডিভোর্সের সিদ্ধান্ত শাকিবের

0 222

Sakib Khan Going to divorce apu bishwash

বেশ কিছুদিন যাবৎ গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হচ্ছিল যে শাকিব-অপুর বিচ্ছেদ হতে যাচ্ছে।  শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার আর টিকছে না।  শেষ পর্যন্ত এ খবরই তাহলে সত্যি হতে যাচ্ছে।  শাকিব খান বর্তমানে কলকাতার একটি ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।  শাকিব খানের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, শাকিব সেখান থেকে দেশে ফিরে অপুকে ডিভোর্সের প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করবেন।

সূত্রের মাধ্যমে আরো জানা গেছে,  শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকে অপুর বিভিন্ন রকম স্বেচ্ছাচারি সিদ্ধান্ত কিং খানকে বিব্রতকর অবস্থার মাঝে ফেলছে।  অপুর এমন আচরণগত কারনেই নাকি শাকিব বিচ্ছেদে যাচ্ছে।  অন্যান্য আরো কারণও অবশ্য রয়েছে।  অপু একজন কিং খানের স্ত্রী হওয়া স্বত্বেও স্বামী শাকিবের অনুমতি ছাড়াই নিজ নিজ ইচ্ছানুযায়ী বিভিন্ন কাজ করে যাচ্ছেন।  আর এসবই হালের জনপ্রিয় নায়ক কিং খানের বিরুদ্ধে যাচ্ছে।  এছাড়াও যারা কী না শাকিবকে দমিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে অপু তাদের সাথে গোপনে বা প্রকাশ্যে উঠাবসা করে যাচ্ছেন।  এছাড়াও অপু বিশ্বাস বিভিন্ন টিভি চ্যানেলের আড্ডা কিংবা টকশোতে অন্যান্য নায়িকাদের সাথে শাকিবকে জড়িয়ে হেয়মূলক কথা বলায় শাকিব খান অনেক বিরক্তবোধ।  যার কারণে শাকিব মানসিকভাবে অনেক অশান্তিতে।

উল্লেখ্য, শাকিব-অপু ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।  তাদের উভয়ের সম্মতিতেই বিয়ের খবর আট বছর গোপন রাখা হয়।  কিন্তু অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলে চলতি বছরের ১০ এপ্রিল সন্তানসহ লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন।  আর তারপর থেকেই দুজনের মধ্যে টানাপোড়নের সম্পর্ক শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.