সড়ক-মহাসড়কে অবৈধ টোল আদায়: আপিল বিভাগের আদেশ ১২ জুন

0 127

অনলাইন ডেস্ক:

টার্মিনাল ছাড়া সিটি করপোরেশনসহ সারা দেশের সড়ক মহাসড়কে অবৈধ টোল আদায়ের বিষয়ে আপিল বিভাগের আদেশ আগামী ১২ জুন ধার্য করেছেন আদালত।

সোমবার (৫ জুন) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।

রিটকারী আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, আমরা একটি রিট দায়ের করি ছাতক পৌরসভা, বাস, কালভার্ট মালিক সমিতি বরাবর। পৌরসভার মধ্যে হাটবাজার বা বাসস্ট্যান্ড লিজ দেয়া হয়। পরে দেখা যায় লেসি সেই পৌরসভায় যত মহাসড়ক আছে সেখান থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক থামিয়ে টোল আদায় করে। এটি মেয়রকে আমরা জানালে তিনি কোন পদক্ষেপ নেননি। তখন আমরা হাইকোর্টে একটি রিট দায়ের করি।

তিনি আরও জানান, এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুন ধার্য করেছেন আদালত।

এর আগে, ২০১৫ সালের ৩ ডিসেম্বর সিটি করপোরেশনসহ পৌরসভা কর্তৃক স্ব-স্ব এলাকায় বিভিন্ন মহাসড়কে বাস/ট্রাক টার্মিনালে তোল বা ট্যাক্স আদায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.