ক্লাব ছাড়ার ঘোষণার পর মেসির ‘ক্ষমতা’ টের পেল পিএসজি
অনলাইন ডেস্ক:
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে লিওনেল মেসির দুই বছরের সম্পর্কের ইতি ঘটছে। ৩০ জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি থাকলেও পিএসজির জার্সিতে শনিবার (৩ জুন) শেষবারের মতো মাঠে নামেন বিশ্বকাপজয়ী মেসি। আর্জেন্টিনার তারকা এই ফুটবলারের শেষটা অবশ্য সুখকর হয়নি। শেষ ম্যাচেও পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। এদিকে, ক্লাব ছাড়ার ঘোষণার পরই মেসির ‘ক্ষমতা’ অনুভব করতে শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি।
পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচের পর থেকেই দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার। মেসি ক্লাব ছাড়ায় তারকা এই ফুটবলারের ভক্তরা ইতোমধ্যেই পিএসজির সোশ্যাল মিডিয়া আনফলো করতে শুরু করেছে। গেল সপ্তাহেই প্রায় ৮০ হাজার ফলোয়ার কমেছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। প্রতিনিয়তই হ্রাস পাচ্ছে পিএসজির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার।
ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিদায়ে পিএসজি বিশাল পরিমাণ ফলোয়ার হারাবে। ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব ছাড়ার ঘোষণা দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ক্ষমতা টের পেতে শুরু করেছে ফরাসি ক্লাবটি।
এদিকে, স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে। সূত্র : গোল ডটকম