শরিয়ত সম্মতভাবে মৃতদেহের গোসল চালু হচ্ছে চমেক হাসপাতালে

0 332

রোগীকল্যাণ সমিতির প্রশংসনীয় উদ্যোগ
শরিয়ত সম্মতভাবে মৃতদেহের গোসল চালু হচ্ছে চমেক হাসপাতালে

dead body shower according to islamic shariah at cmchমৃতদেহ গোসল করানো নিয়ে ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি। উন্নয়ন সংস্থা দৃষ্টির সহায়তায় রোগীকল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদ কমপ্লেক্সে মৃতদেহ গোসল করানো কার্যক্রম হাতে নিচ্ছে। ১১ নভেম্বর হাসপাতালের সভাকক্ষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে চমেক হাসপাতাল, রোগীকল্যাণ সমিতি ও দৃষ্টির কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। লক্ষ্য করা যায় যে, মানুষ মারা যাওয়ার পর লাশের বিশেষ করে মহিলা মূর্দার শরিয়ত সম্মতভাবে গোসল করানোর জন্য প্রশিক্ষিত লোক পাওয়া অত্যন্ত দুস্কর হয়ে পড়ে। তাই অনেক সময় যেনতেন প্রকারে গোসল করিয়ে জানাজা ও দাফনের ব্যবস্থা করে নেন অনেকেই। এ ভোগান্তি থেকে পরিত্রাণ প্রদানের উদ্দেশ্যে উন্নয়ন সংস্থা দৃষ্টি ও রোগীকল্যাণ সমিতি যৌথভাবে সম্পূর্ণ বিনা খরচে সকলের জন্য এ সেবা চালু করতে যাচ্ছে। শুধু তাই নয় সামর্থ্যহীনদের জন্য বিনামূল্যে কাফনের কাপড়সহ গোসলের সকল উপকরণ রোগীকল্যাণ সমিতি সরবরাহ করবে। এ লক্ষে হাসপাতাল জামে মসজিদেরর একটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে। যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবুল হোসেন শাহীন, মেডিসিন বিভাগের আর পি, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা ও তানজিনা আফরিন, রোগীকল্যাণ সমিতির সহসভাপতি ডাঃ তৈয়ব সিকদার, হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ, মাহামুদুল হাসান, সেবা তত্ত্বাবধায়ক, চমেক হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতিদ্বয় এবং চমেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা প্রণব কুমার হাওলাদার।
– হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ
তথ্য, প্রকাশনা ও প্রচার সম্পাদক
রোগীকল্যাণ সমিতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
০১৮১৯৩০৫২৭০

Leave A Reply

Your email address will not be published.