ফেব্রুয়ারিতে হলো বিয়ে, অক্টোবরেই সন্তান আসছে অভিনেত্রীর

0 160

অনলাইন ডেস্ক:

দিন কয়েক আগে থেকেই জল্পনাটা চলছে। টুইটারে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সন্তানসম্ভবা। এই মধ্যে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন স্বরা নিজেই। অক্টোবর মাসেই আসতে যাচ্ছে তার সন্তান।

স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই এই সুখবর জানিয়েছেন। ছবিগুলো দেখা যাচ্ছে, গোলাপী গাউনে স্বরা, খয়েরি শার্টে ফাহাদ, নদীর ধারে বসে রয়েছেন দুজনে।

ছবিতে বেবি বাম্প স্পষ্ট অভিনেত্রীর। ক্যাপশনে লেখেন, ‘কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা।’ সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগে জুড়ে দেন- ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।

অভিনেত্রী সন্তানসম্ভবা এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তার ভক্ত- অনুরাগী ও সতীর্থরা।

সমাজবাজী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে চলচতি বছর ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। দিল্লিতে আইনি বিয়ে সেরে নিজের দিদার বাড়িতে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন অভিনেত্রী।

ভিন্নধর্মে বিয়ে করার জন্য বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সে সবে কান দিতে নারাজ অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.