সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৩
অনলাইন ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক বলেন, ‘মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।’