সন্তান কোলে নিয়ে ভ্যানে চার্জ দিতে গিয়ে নিমিষেই নিভে গেলো মা-ছেলের প্রাণ

0 270

অনলাইন ডেস্ক:

মেহেরপুরের গাংনী হাড়াভাঙ্গা গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত ৯টার দিকে নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়ের নাম তাসলিমা খাতুন (২৪) ও তার কোলের শিশু মাহি (১৪ মাস)। তাসলিমা হাড়াভাঙ্গা গ্রামের দিনমজুর ভ্যানচালক মিন্টু মিয়ার স্ত্রী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে নিজ বাড়ির আঙিনায় পাখিভ্যানের চার্জার সংযোগ দেয় তাসলিমা। এ সময় তার কন্যা মাহি তার কোলেই ছিল। বৈদ্যুতিক লাইনের সঙ্গে পাখিভ্যানের চার্জার সংযোগ স্পর্শ করতেই তাসলিমা বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। মা ও কোলের শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.