তেজগাঁওয়ে বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকারে পড়ে ছিল নারী পুরুষের মরদেহ

0 207

অনলাইন ডেস্ক:

রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় গাড়ি থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) সকালে বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। গাড়িটি এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিলো।

নিহত পুরুষের নাম- দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও নারীর নাম মৌসুমি আক্তার রানী (৪২)। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক।

তিনি জানান, বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দেলোয়ার পঞ্চাশোর্ধ, নারী রানী চল্লিশোর্ধ্ব বয়স। মৃত দেলোয়ার এসএসএফ এর অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। মরদেহ দুটি প্রাইভেটকারেই ছিল।

বর্তমানে নিহতদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী, আজ ভোরে গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৪-০৭২৫) দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর লাশ দেখতে পান। শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু লাশসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন দেন।

তেজগাঁও থানা-পুলিশ সূত্র জানায়, গাড়ির ভেতরে একাধিক বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.