নির্বাচন কমিশন সংলাপে ডাকলে আমরা অবশ্যই যাব : তথ্যমন্ত্রী

0 218

অনলাইন ডেস্ক:

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহায়তা করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশন যদি সংলাপে ডাকে, তাহলে আমরা অবশ্যই যাব।’

আজ বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী সমকালীন রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

‘গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বাধা দূর করতে বিএনপির সঙ্গে আলোচনা করতে আমরা রাজি’ উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর দেওয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘সংলাপ নিয়ে বক্তব্যটি তাঁর (আমু) ব্যক্তিগত। এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা করা হয়নি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচনকে ভয় পায়। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যেমন জ্বালাপোড়াও করেছে বিএনপি, এবারও নির্বাচনে না এসে এমনটা করার চেষ্টা করছে। এবার তারা সেই সুযোগ পাবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যদি বিএনপিকে (সংলাপে) ডাকে, সেখানে আওয়ামী লীগকে ডাকলে অবশ্যই যাবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে আওয়ামী লীগ।’

Leave A Reply

Your email address will not be published.