আমি সবার কাছে সরি বলতে চাই : সুনেরাহ
অনলাইন ডেস্ক:
গত ২৯ মে দিবাগত মধ্যরাতে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে শুধু রাজ নয়, জড়ায় আরও তিন নায়িকার নাম- সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। তবে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অভিনেত্রী সুনেরাহকে নিয়ে।
অবশেষে ভাইরাল হওয়া সেই ভিডিওর ভাষা নিয়ে ক্ষমা চাইলেন সুনেরাহ। সোমবার (৫ জুন) রাজধানীর বারিধারায় ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। ‘অন্তর্জাল’ নিয়ে কথা বলার পাশাপাশি সাম্প্রতিক এই ইস্যু নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে সরি বলতে চাই। ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য আমার ছিল না।’
সুনেরাহ বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমার কোনো হাত নেই। অনেক আগের একটা বিষয় এখন বের হয়েছে। ওই সময়ে আমি প্রচণ্ড চঞ্চল একটা মেয়ে ছিলাম। আমার যারা ফ্রেন্ড ছিল, ওই সময়ে তাদের সঙ্গে আমি ওইভাবেই কমিউনিকেট করতাম। আমি অবশ্যই চাইব না যে, ওই সময়ে আমি যে সুনেরাহ ছিলাম, এখনো সেভাবে থাকতে। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।’
ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা না করে কাজ নিয়ে করতে বললেন নায়িকা। সুনেরাহর কথায়, ‘সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে না। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি। নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশুনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই।’
তবে পুরো ঘটনায় তাকে যেভাবে দোষী করা হচ্ছে, সেটা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সুনেরাহ। তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া ভিডিও ফাঁসের ঘটনায় আমাকে দোষারোপ করা হলে সেটা হবে বোকামি। আমি আসলে এ বিষয়ে জড়াতেও চাই না। এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমার জায়গাটা ক্লিয়ার করার যতটুকু দরকার ছিল, আমি করেছি। কারও প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে যে পরিস্থিতি এখন চলছে, সেটা আসলে আমি ডিজার্ভ করি না।’