গরমে বন্ধ হওয়া স্কুল খুলছে আজ, মেনে চলতে হবে যেসব নির্দেশনা

0 299

অনলাইন ডেস্ক:

তীব্র গরমে বন্ধ হওয়া স্কুলগুলোতে আজ রোববার (১১ জুন) থেকে আবার পাঠদান চালু হয়েছে। তবে এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে হবে।

যেসব নির্দেশনা মেনে চলতে হবে

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

২. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

৩. শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

৪. শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

 

Leave A Reply

Your email address will not be published.