ছাদবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

0 202

অনলাইন ডেস্ক:

এখন থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছাদ বাগান করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সিদ্ধান্ত দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, যারা ছাদ বাগান করবে সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন সঙ্গে যেনো মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন।

Leave A Reply

Your email address will not be published.