মধ্যপ্রাচ্যের যেসব দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা 

0 200

অনলাইন ডেস্ক:

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মী উৎসব ঈদুল আজহা। কবে ঈদুল আজহা পালিত হবে তা নিয়ে আগে থেকেই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ চাঁদ দেখার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে গতকাল চাঁদ দেখা যাওয়ার কুরবানির তারিখ ঘোষণা করা হয়েছে।

এক নজরে দেখে নিন আগামী ২৮ জুন মধ্যপ্রাচের যেসব দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। ফলে এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমানও।

তবে গতকাল সন্ধ্যায় চাঁদ না দেখায় আগামী ২৯ জুন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

এছাড়া আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হবে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও মরোক্কতে।

Leave A Reply

Your email address will not be published.