ভারতে গিয়ে পাকিস্তানের বিশ্বকাপ খেলার বিপক্ষে মিঁয়াদাদ

0 149

অনলাইন ডেস্ক:

আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারত সফরের পক্ষে নন পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ।   ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কট করতে বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিয়াঁদাদ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার(পিটিআই) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মিঁয়াদাদের মতে, ভারতীয় দলের আগে পাকিস্তান সফরে আসা উচিত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আগে তাদের দল পাকিস্তান সফরে না পাঠায় তাহলে ওয়ানডে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের।  খবর ক্রিকেটপাকিস্তান

বহু আগ থেকেই রাজনৈতিক সর্ম্পকের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-পাকিস্তানের ক্রিকেট। সম্প্রতি এশিয়া কাপ ইস্যুতে সেটি আরও বড় আকার ধারণ করেছে। আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে  সেখানে খেলতে যাবে না ভারতীয় দল।

এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, হাইব্রিড মডেলে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে করা হবে। এশিয়া কাপ নিয়ে সমস্যা সমাধান হলেও, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা দেয়নি পিসিবি।

সম্প্রতি পিসিবি জানায়, নিজ দেশের সরকার না চাইলে বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না পাকিস্তান। এ অবস্থায় বিশ্বকাপ ইস্যুতে মুখ খুললেন মিয়াঁদাদ।

সংবাদ মাধ্যমকে মিয়াঁদাদ বলেন, ২০১২ সালে ভারত সফর করেছে পাকিস্তান। এরপর ২০১৬ সালেও (টি-টোয়েন্টি বিশ্বকাপে) ভারতে গিয়েছিল তারা। এবার ভারতীয়দের এখানে আসার পালা।

মিয়াঁদাদ বলেন, আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলে আমি কোনো ম্যাচ খেলতে কখনই ভারতে যেতাম না। এমনকি বিশ্বকাপও নয়। আমরা সব সময় ভারতের সঙ্গে খেলার জন্য প্রস্তুত। কিন্তু তারা একইভাবে সাড়া দেয় না।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ অয়োজনে পাকিস্তানকে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেন মিয়াঁদাদ। ভারতের কঠোর সমালোচক মিয়াঁদাদ বলেন, এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না ভারত। এখন আমাদের শক্ত অবস্থান নেয়ার সময় এসেছে।

ভারতের চেয়ে পাকিস্তান ক্রিকেটের মান অনেক ভালো উল্লেখ করে মিয়াঁদাদ আরো বলেন, পাকিস্তানের ক্রিকেট এখন অনেক বড়। আমরা এখনও বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছি। এজন্য আমি মনে করি না, ভারতে না গেলেও আমাদের সমস্যা হবে।

সর্বশেষ ২০০৮ সালে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছিল ভারত। এরপর রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তান সফর করেনি ভারত। মিযাঁদাদ মনে করেন, রাজনীতির সঙ্গে খেলাধুলাকে সম্পৃক্ত করা ঠিক না।

তিনি বলেন, আমি সবসময় বলি, কেউ প্রতিবেশী বেছে নিতে পারে না। একে-অন্যকে সহযোগিতা করেই টিকে থাকতে হয় এবং আমি সব সময় বলেছি ক্রিকেট এমন একটা খেলা যা দুই দেশের মানুষকে কাছকাছি নিয়ে আসে ও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অভিযোগের অবসান ঘটায়।

১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্ট ও ২৩৩টি ওয়ানডে খেলেছেন মিয়াঁদাদ। টেস্টে ৮৮৩২ ও ওয়ানডেতে ৭৩৮১ রান করেছেন ৬৬ বছর বয়সী মিয়াঁদাদ।

Leave A Reply

Your email address will not be published.