সম্মান রক্ষায় দুই মেয়েকে হত্যা করলেন বাবা 

0 233

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে ‘অনার কিলিং’ এর ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এআরওয়াই নিউজ

পাঞ্জাবের কাসুর জেলার হাভেলি নাথোয়ালি এলাকায় সাইদ নামে এক ব্যক্তি পারিবারিক সম্মান রক্ষায় তার দুই মেয়েকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজনই। মেয়েদের হত্যা করার পরই সে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতকের খোঁজে তল্লাশি চলছে।

এদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে গুজরানওয়ালা শহরের স্যাটেলাইট টাউন এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর পরিবারের সম্মান রক্ষায় তার মাকে হত্যা করে।

পুলিশ জানায়, ওই কিশোর রাস্তার মাঝখানে তার মাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার খালা আহত হন। পরে ঘটনাস্থল থেকে খালাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

ওই কিশোর তার মাকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Leave A Reply

Your email address will not be published.