ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতে যে সমীকরণে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

0 162

অনলাইন ডেস্ক:

অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি ও বিসিসিআই। ১০ দলের টুর্নামেন্টে নয় দল চূড়ান্ত হয়েছে। অপেক্ষা একটি দলের। যেখানে পেন্ডুলামের মতো দুলছে দু’দলের ভাগ্য। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার রাউন্ডে দুর্দান্ত খেলা জিম্বাবুয়ে।

সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্টে টিকে আছে স্কটল্যান্ড। তাদের পাশাপাশি বিশ্বকাপে খেলার আশা বেঁচে আছে নেদারল্যান্ডসেরও। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে যাওয়ার ম্যাচে এই দু’দলকে মুখোমুখি ম্যাচে মেলাতে হবে সমীকরণ। ফলাফল যার পক্ষে আসবে তাদেরই মিলবে ফাইনাল ও বিশ্ব সেরার মঞ্চের টিকেট।

কোয়ালিফায়ার রাউন্ড থেকে আগেই বিশ্বকাপের টিকিট কেটেছিল শ্রীলঙ্কা। অপেক্ষায় ছিল একটি দলের। জিতলেই নিশ্চিত বিশ্বকাপে খেলা, এমন সমীকরণ সামনে রেখে স্কটল্যান্ডে মুখোমুখি হয় জিম্বাবুয়ে। কিন্তু লো স্কোরিং ম্যাচেও তারা হেরে যায় ৩১ রানে। এই পরাজয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে চলে যায় স্বাগতিকরা। তাদের নেট রানরেট -০.০৯৯, যা শেষ করে দিয়েছে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা।

সমান পয়েন্ট স্কটল্যান্ডেরও, তাদের অবস্থা দুইয়ে। নেট রানরেট +০.২৯৬। চারে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, নেট রানরেটে অবশ্য দলটি বেশ পিছিয়ে -০.০৪২। সুপার সিক্সের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার (৬ জুলাই) মুখোমুখি হবে দল দুটি। জিতলেই ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী হবে স্কটল্যান্ড।

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫০ রান করলে ডাচদের জয় পেতে হবে অন্তত ৩২ রানের ব‍্যবধানে। একমাত্র তখনই কেবল স্কটল‍্যান্ডের রান রেট নেমে যাবে তাদের নিচে। আর স্কটিশরা যদি ৩১ রানেও ম্যাচ হারে তারপরও তারা পেয়ে যাবে বিশ্বকাপে খেলার টিকিট।

আর ডাচরা যদি পরে ব্যাটিং করে আর লক্ষ্যমাত্র হয় ২৫১ রান তাহলে সে লক্ষ্য নেদারল্যান্ডসকে ৪৪.১ ওভারে (জয়সূচক রান কীভাবে নেয়া হবে তার ওপর নির্ভর করে) সেটা তাড়া করে ফেলে, তবুও নেট রানরেটে এগিয়ে থাকবে স্কটল্যান্ডই। তাই ডাচদের ওই রান তাড়া করে জিততে হবে ৪৪ ওভারের মধ‍্যে। তাহলেই মিলবে বিশ্বকাপের টিকেট।

এরই মধ্যে বাছাইয়ের ফাইনাল ও বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।

Leave A Reply

Your email address will not be published.