আকরিক লোহার দাম কমছেই

0 259

অনলাইন ডেস্ক:

চীনে ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে ‘বায়ুদূষণ’ বেড়েছে। ফলে সেখানে বাতাসের গুণগত মান উন্নয়নে স্থানীয় মিলগুলোকে উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এতে ইস্পাত তৈরির প্রধান উপকরণ আকরিক লোহার চাহিদা হ্রাস পেতে পারে। ফলে বুধবার (৫ জুলাই) গুরুত্বপূর্ণধাতুটির সরবরাহ মূল্য কমেছে। আগের কার্যদিবসেও (মঙ্গলবার) কমেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৮১৮ দশমিক ৫০ ইউয়ান বা ১১৩ ডলার ১৯ সেন্টে।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী আগস্টের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১০৭ ডলার ৯৫ সেন্টে।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। তাংশানে উৎপাদন কমায় দেশটিতে লৌহ আকরিকের চাহিদা কমবে। শক্ত ধাতুটির দরপতনের যা অন্যতম কারণ।

এছাড়া আকরিক লোহা রপ্তানি বাড়িয়েছে বৃহৎ উৎপাদক অস্ট্রেলিয়া ও ব্রাজিল। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বেড়েছে। স্বাভাবিকভাবেই কঠিন ধাতুটির দাম পড়েছে।

অবশ্য ক্রেতাদের উদ্দেশে লেখা নোটে ইতিবাচক কথা জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল। তারা বলছে, চলতি মাসে সম্পত্তি খাতে বিশেষ অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করতে পারে চীনা সরকার। এতে আকরিক লোহার বাজার ঊর্ধ্বমুখী হবে।

তবে ইতোমধ্যে ইস্পাত মার্কেট দুর্বল হয়ে পড়েছে। ফলে এ ঘাটতি পোষাতে সময় লাগতে পারে।

Leave A Reply

Your email address will not be published.