ইউরোপ সেরা ১০ ফরোয়ার্ডের শীর্ষে এমবাপ্পে, কোথায় মেসি-নেইমার

0 196

অনলাইন ডেস্ক:

২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইউরোপ সেরা ১০ জন ফরোয়ার্ডের তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। যেখানে শীর্ষস্থানে রয়েছেন পিএসজি ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আসুন দেখে নেই তালিকার সেরা দশে কারা আছেন-

১. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
২০২২-২৩ মৌসুমে পিএসজির হয়ে ৫৫ গোল করেছেন ১৪ অ্যাসিস্ট। পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা।

২. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
২০২২-২৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২৫ গোল করেছেন ২৬ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা।

৩. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)
২০২২-২৩ মৌসুমে পিএসজির হয়ে ৩৯ গোল করেছেন ২৫ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ট্রফি দেস চ্যাম্পিয়ন শিরোপা।

৪. মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)
২০২২-২৩ মৌসুমে লিভারপুলের হয়ে ১৯ গোল করেছেন ১৩ অ্যাসিস্ট।

৫. অঁতোয়ান গ্রীজম্যান (ফ্রান্স/অ্যাথলেটিকো মাদ্রিদ)
২০২২-২৩ মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে ১৬ গোল করেছেন ১৭ অ্যাসিস্ট।

৬. মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড/ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২২-২৩ মৌসুমে ম্যানইউর হয়ে ৩৪ গোল করেছেন ১২ অ্যাসিস্ট। ম্যানইউর হয়ে জিতেছেন কারবাও কাপের শিরোপা।

৭. রাফায়েল লিয়াও (পর্তুগাল/এসি মিলান)
২০২২-২৩ মৌসুমে এসি মিলানের হয়ে ১৫ গোলের পাশাপাশি করেছেন ৮ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানার শিরোপা।

৮. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা/ইন্টার মিলান)
২০২২-২৩ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ২৯ গোলের পাশাপাশি করেছেন ১২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানার শিরোপা।

৯. ক্রিষ্টোফার এনকুকু (ফ্রান্স/চেলসি)
আরবি লাইপজিখের হয়ে ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতায় ৩৫টি গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন ফ্রান্স তারকা। নতুন মৌসুমে তিনি চেলসিতে যোগ দিয়েছেন। চার মৌসুমে লাইপজিখের হয়ে এ ফরোয়ার্ড ৭০ গোল ও ৪৫টি অ্যাসিস্ট করেছেন।

১০. নেইমার জুনিয়র (ব্রাজিল/পিএসজি)
২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতায় ২৯টি ম্যাচ খেলে ১৮টি গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান পোস্টারবয়। যার মধ্যে রয়েছে এমবাপ্পের ৫টি ও মেসির তিনটি গোলে সহায়তা। ইউরোপের বিগ ফাইভে মাত্র দুজন খেলোয়াড় লিগ খেলায় প্রতি ৯০ মিনিটে ১.১১ এর বেশি গোল এবং অ্যাসিস্ট করেছেন। নেইমার ছাড়া আরেকজন হলেন ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড।

Leave A Reply

Your email address will not be published.