দুপুরে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যে চ্যানেলে
অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০ জুলাই থেকে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩। বিশ্বকাপ শুরুর তিনদিন পর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে লাতিন আমেরিকার ফুটবল দল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ইতালির মুখোমুখি হবে তারা।
ফুটবলরে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইতালি। দুই দল খেলছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিকপক্ষ দক্ষিণ আফ্রিকা ও সুইডেন।
আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইতালি। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টস এ।
এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।