কেন আল হিলালে যোগ দিলেন নেইমার, জানালেন নিজেই

0 310

অনলাইন ডেস্ক:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবে পাড়ি জমালেন নেইমার। ব্রাজিলের তারকা এই ফুটবলারের নতুন ঠিকানা সৌদি ক্লাব আল হিলাল। নেইমার জানান, যে কোন ফুটবল লিগেই কঠিন প্রতিদ্বন্দ্বীতা থাকা জরুরি। ঠিক কী কারণে ইউরোপ ছেড়ে সৌদি লিগে নাম লেখিয়েছেন নেইমার, সেটিও জানিয়েছেন তিনি।

সৌদি লিগ প্রতিনিয়তই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালীন দলবদলে অনেক নামিদামি ফুটবলার যোগ দিয়েছেন এই লিগে। প্রতিদ্বন্দ্বীতা, চ্যালেঞ্জ থাকার কারণেই সৌদি লিগে যোগ দিয়েছেন বলে জানান নেইমার।

তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন দলবদল শেষে এই লিগ আরও বেশি প্রতিযোগিতামূলক হবে। আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর এ কারণেই আমি আল হিলালে যুক্ত হয়েছি। এই লিগকে এগিয়ে নিতে আমি সাহায্য করতে চাই।’

সৌদি লিগে নেইমার প্রতিপক্ষ হিসেবে পাবেন রোনালদো, বেনজেমা, কান্তে, ফিরমিনহোর মতো বিশ্বমানের ফুটবলারকে। এই প্রসঙ্গে ব্রাজিলের তারকা এই ফুটবলার বলেন, ‘প্রতিপক্ষের বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে দেখা আপনাকে রোমাঞ্চিত করবে এবং আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে। তাদের (রোনালদো-বেনজেমা) মুখোমুখি হওয়াটা দারুণ হবে। অবশ্যই অনেক ব্রাজিলিয়ান এই লিগ উপভোগ করবে। আমি আশা করি সবাই এই লিগকে অনুসরণ করবে এবং আল হিলালকে সমর্থন করবে।’

আল হিলালে যোগ দেওয়ায় অনেকে নেইমারের সমালোচনা করলেও ব্রাজিলের এই ফুটবলার মনে করেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’

Leave A Reply

Your email address will not be published.