সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কি. মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

0 391

অনলাইন ডেস্ক:

সারাদেশে বৃষ্টি কমে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা সামান্য বেড়ে গরম বাড়তে পারে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আগের দিন (বুধবার, ১৬ আগস্ট) দেশের সব বিভাগেই  কমবেশি বৃষ্টি হয়েছে। কোথাও ভারী বর্ষণ হয়েছে। তবে এদিন বৃষ্টির প্রবণতা কমতে পারে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে। ঢাকায় থেমে থেমে তা হয়েছে। রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তবে এদিন সকাল থেকে ঢাকার আকাশে রোদ দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। ঢাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.