নাদেরা ফারনাছ শিমূল এর কবিতা

1 831

কি ভুল আমার?

 

বল, কি ভুল আমার?
যৌবন ভরা মনের উজানে
এই হেমন্ত রাত কেন দাড়ি টানে?
আকাশ আচঁল তলে পাতাঝরা নিরবতায়
বৃষ্টি ধোয়া চাঁদের মায়াময় জোছনায়
কেন একাকী অশ্রু লুকাই?
বল,কি ভুল আমার?

নাদেরা ফারনাছ শিমূলের কবিতা
নাদেরা ফারনাছ শিমূলের কবিতা

হিজল তমাল বনের প্রান্ত ধরে
তোমাকেই খুঁজে ফিরি
কি দিবা, কি নিশি,
হয়ে পাগল প্রেম পিয়াসি।
তটিনীর কল্লোলে
হৃদয় বীণায় ঝংকার তুলে,
সজ্জিত করি প্রতি অঙ্গ আভরণে
কখন রাঙ্গাবে দেহমন প্রণয় আহবানে?
বল,কি ভুল আমার?

কোকিলের কুহুতানে,ডাহুকের ক্রন্দনে
তোমারি ডাক শুনি অনুক্ষণ
শঙ্কায় কাঁপে মন
জানি না, নিয়তির কি লিখন?
আহত চোখে আনত দৃষ্টিতে
তোমারি নাম খুঁজি বিধিলিপিতে।
বল, কি ভুল আমার?

 

মৌন প্রেম

 

তোমার প্রেমের বারতা
আর আমার কঠিন মৌনতা
হৃদয়ে জাগে যদি ব্যাকুলতা
বুঝে নিও….
উচ্ছ্বাস প্রকাশে এ আমার অপূর্ণতা।

আমার হৃদয় জুড়ে
বিরহের চাষ চলে
কেন তুমি ডাকিছো মোরে
প্রেমপ্রেম খেলার ছলে।

দ্বিধা, দন্দ্ব, সংশয়
সাড়া দিতে ভয় হয়
পুরানো ক্ষরণ স্মরণে রয়
আবার যদি ভুল হয়।

যদি এই মায়ামোহ কেটে যায়
ধুসর কুয়াশা ঢেকে রয়
ভালবাসা ক্ষয় হয়
হৃদয়ে আছে শুধু সেই ভয়।

স্বপ্ন ভেঙ্গে ছিল ঘুমে
তাই স্বপ্নও দেখিনা ভুলে
যে আঁধার গত হচ্ছে ক্রমে
ডুবে যাক তা গহীন হৃদয় তলে।

 

 

 

 

 

 

শঙ্কিত হৃদয়

নিরব নিথর নিশীথিবেলা
শূন্য ঘর,খোলা জানালা
প্রকৃতিতে জাগে ঋতু বদলের পালা
ভ্রমর -পুষ্পের চলে প্রেম প্রেম খেলা।
বসন্ত দেয় হানা রুদ্ধ দ্বারে
তৃষ্ণার্ত প্রাণ রুখি কি করে?
মন বলে – কি জানি! কি হয়!
শুধু ভয় হয়,ভয় হয়।
চৌদিকে বয়ে যায় দক্ষিণা মলয়
সংশয়ে কাঁপিছে হৃদয়
যদি ভূল হয়……..?
ভগ্ন হৃদয় কেঁদে কয় – না, না, না!
মিছে সব মিছে …
এই ক্ষনিকের মোহ কেটে যাবে
আবার প্রভাত হবে
ফিরে যাবে পথিক জনতার ভীড়ে
একাই রবে তখন নষ্ট নীড়ে।

1 Comment
  1. Monowara says

    সুন্দর।

Leave A Reply

Your email address will not be published.