দর্শকরা দেখে কী প্রতিক্রিয়া জানান সেই ভয় পেয়ে বসেছে : বাঁধন

0 212

অনলাইন ডেস্ক:

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দেশের হয়ে কান চলচ্চিত্র উৎসবে দ্যুতি ছড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’ আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং করেছিলেন। একই বছরের অক্টোবর মাসে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিং। ২০২২ সালের শেষের দিকে প্রকাশ পেয়েছিল সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র ট্রেইলার। তা নিয়েই প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, ‘‘খুফিয়া’ নিয়ে এই মুহূর্তে ভয়ে আছি। তার কারণ হলো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করেছি। আমার চরিত্রটি বেশিরভাগ তার সঙ্গে রয়েছে। দর্শকরা দেখে কী প্রতিক্রিয়া জানান সেই ভয় পেয়ে বসেছে।’’য়া’ট্রেইলারে বাঁধন। ছবি : ভিডিও থেকে নেয়া

‘খুফিয়া’র ট্রেইলারে বাঁধন। ছবি : ভিডিও থেকে নেয়া

দর্শকরা প্রতিক্রিয়া নিয়ে ভয়ে থাকলেও সঙ্গে ভালো লাগাও কাজ করছে এই অভিনেত্রী। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগার মতো একটা বিষয়, টাবুর মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাভাভাগি করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’ নেয়া

তিনি আরও বলেন, ‘প্রতিটা কাজ যখন মুক্তির অপেক্ষায় থাকে মনে হয় পরীক্ষার রেজাল্ট হবে। এখন আমার অবস্থা তেমন। দেখা যাক আর কয়েকদিনের অপেক্ষা মাত্র।’

‘খুফিয়া’র ট্রেইলারে বাঁধন ও টাবু। ছবি : ভিডিও থেকে নেয়া

সেই সঙ্গে বাঁধন যোগ করেন, এই প্রজেক্টের পুরো বিষয় আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

‘খুফিয়া’র বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

Leave A Reply

Your email address will not be published.