বিশ্বকাপে জয়শূন্য থাকলেও যত টাকা পাবে অংশগ্রহণকারী দল

0 306

অনলাইন ডেস্ক:

আর কিছুদিন পরই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যেই ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিজেদের বিশ্বকাপ দল প্রকাশ করেছে। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে বড় অঙ্কের অর্থ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে।

আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দল যদি একটি ম্যাচও জিততে না পারে সেক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ পাবে। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল পাবে ১ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.