মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

0 637

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) কোটা ভারু গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস চলাকালীন সময়ে একটি এক্সপ্রেস বাস থেকে আট ভারতীয় নাগরিক এবং চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

১২ অভিবাসী এক্সপ্রেস বাসে রাজধানী কুয়ালালামপুর থেকে কোটা ভারু যাওয়ার পথে শনিবার বেলা ১টায় গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস (অভিযান) চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৪ আগস্ট) গুয়া মুসাংয়ের পুলিশ প্রধান সুপ্ত সিক চুন ফু এক বিবৃতিতে জানিয়েছেন, বাসের যাত্রীদের স্ক্রিনিং করার সময়, আট ভারতীয় নাগরিক এবং চার বাংলাদেশি কোনো শনাক্তকরণ বা বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হয়।

এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ১২ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্তের জন্য গুয়া মুসাং পুলিশ সদর দপ্তরে নিয়ে রাখা হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট, কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.