রাউজান ডাবুয়ায় বাবু চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে দিবা-রাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

0 292


চট্টগ্রামে রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাবুয়ার কৃতি সন্তান মরহুম বাবু চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে দিবা-রাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় আসরে পায়রা উড়িয়ে ও মনমুগ্ধকর আলোকসজ্জার প্রদর্শনীর বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক তরুন সমাজ সেবক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, কমিশনার আজাদ হোসেন। মরহুম বাবু চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সমাজকল্যান সম্পাদক আসাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আজাদ মেম্বার, নুরুল আলম মেম্বার, জাহেদ মুন্না, মনসুর আলম, মাহবুবুল আলম মুন্সি, সেলিম উদ্দিন, মোরশেদুল হক চৌধুরী, মাবুদ সওদাগর, হানিফ সওদাগর, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, তপন দে, সাবের হোসেন, ছাত্রনেতা আসিফ, সাজ্জাদ মাহমুদ, নাছির উদ্দিন, সাহাদাত হোসেন, লিটন দেব নাথ, তীর্থ ধর, জাসেদ, বাবু চৌধুরী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, মোহাম্মদ লোকমান, সদস্য জাহেদ, সাজ্জাদ, মুবিন, মামুন, হাফিজ, রুমান, হৃদয় সহ সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় দ্বিতীয় আসরে ২৪টি টীম অংশ গ্রহণ করে। এতে ২৩টি খেলার মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ও বিশ হাজার টাকার সম্মাননা পুরষ্কার পান হাটহাজারী এ.স্কয়ার খেলোয়ার কমিটি। রানার-আপ হিসেবে ট্রফি ও দশ হাজার টাকার সম্মাননা পুরষ্কার লাভ করে ইছাপুর আলী হায়দার স্মৃতি সংসদ। তৃতীয় স্থান হিসেবে তিন হাজার টাকার সম্মাননা পুরষ্কার লাভ করেন ওয়াই.কে.বি রাউজান। বিপুল দর্শক সমাগম ও মনমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার দ্বিতীয় আসরের সমাপ্তি হয়।
ভিডিও:

ফটো গ্যালারী:




Leave A Reply

Your email address will not be published.