খাগড়াছড়িতে গ্রামবাসী সাথে বিজিবির সংঘর্ষ, বিজিবি সদস্যসহ নিহত ২

0 174


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বিজিবির সিপাহী মো. শাওন ও গ্রামবাসী আহমদ আলী।

গুরুতর আহত হয়েছেন তাদের আরও দুজন। তাদের চট্টগ্রাম কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. সামসুদ্দিন ভূঁইয়া জানান, বিজিবির গাজীপুর চেকপোস্ট দিয়ে জ্বালানিবোঝাই একটি ট্রলি নিয়ে যাওয়ার সময়, থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে ট্রলির লোকজনের কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। এই সংঘর্ষে বিজিবির সিপাহী শাওন ও গ্রামবাসী আহমদ আলী নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.