দীপংকর দীপন এর অপারেশন সুন্দরবন এ কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক

0 230

গল্পটি সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযান নিয়ে। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন এর পরিচালানায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। আর এই চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

আজ সোমবার দীপংকর দীপন বলেন, ‘আমি সব সময় গল্পের চরিত্রগুলোকে সঠিকভাবে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। যাকে যে চরিত্রে ভালো মানাবে, সেভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করি। এ ছবিতে গল্পের প্রয়োজনেই দর্শনা বণিককে নেওয়া হয়েছে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে।’ দীপন আরো বলেন, ‘এরই মধ্যে দর্শনা শুটিংয়ে অংশ নিয়েছেন। মাসের প্রথম দিক থেকেই তিনি কাজ করছেন। এই পর্যায়ের কাজ শেষও করেছি। কিছুদিন পর ছবির পরের পর্যায়ের শুটিংয়ে আবারও অংশ নেবেন তিনি।’

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে এ ছবিতে আরো অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, তাসকিন রহমান, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই।

এর আগে বাংলাদেশে গায়ক ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’ গানের মডেল হিসেবে দেখা গিয়েছিল দর্শনা বণিককে। ‘অপারেশন সুন্দরবন’ হতে যাচ্ছে দর্শনার প্রথম অভিনীত বাংলাদেশি সিনেমা।
প্রসঙ্গত, গত মাসে কলকাতায় মুক্তি পেয়েছে দর্শনা বণিক অভিনীত ‘হুল্লোড়’। ছবিটিতে দর্শনা ছাড়াও অভিনয় করেছেন সোহম ও শ্রাবন্তী। তামিল সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.