বিএনপিকে সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান- ওবায়দুল কাদের

0 430


বিএনপিকে মানবিক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বুধবার দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এপ্রিল পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ এবং সেমিনার বন্ধ থাকবে। তবে ঘরোয়া কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। জুন মাসের মধ্যে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগকে কেন্দ্রীয় সম্মেলন শেষ করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Leave A Reply

Your email address will not be published.