পটিয়ায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0 199


পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় ইন্দ্রুপুল বাইপাস সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে সরকারি জায়গার ওপর গড়ে ওটা ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মনোয়ারা বেগম জেলা উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট(সওজ)। অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাহেদ হোসেন প্রজেক্ট ম্যানাজার বর্ডার সেতু নির্মান প্রকল্প ক্রস উপ-প্রকল্প ব্যবস্থাপনা তাহসিনা বিনতে ইসলাম, কামরুল হাসান সার্ভেয়ার(সওজ) চট্টগ্রাম জোন, মোক্তাদির মওলা ড্রোপসমেইন (সওজ) দোহাজারি ও সড়ক বিভাগ।

উক্ত অভিযানটি চট্টগ্রাম জেলা পুলিশ, পটিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ারম্যানের সহায়তায় পরিচালনা করা হয়।

এই দিকে সরকারি জায়গা না হওয়া সত্বেও কয়েকটি দোকান উচ্ছেদ করা হয় বলে দোকানের মালিকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ইন্দ্রপুল সেতু প্রকল্পের জন্য সরকার আমাদের কাছ থেকে জায়গা ক্রয় করার কথা থাকলে এখনো জায়গা ক্র‍য় করেনি। তারা আরো বলেন, আমরা এই দোকান চালিয়ে পরিবার চলে। সরকার আমাদের যাতে ন্যায্যমূল্যটা প্রধান করে সেজন্য আশা করি গনমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে এই খবরটা পৌঁছাবে।

এই বিষয়ে মনোয়ারা বেগম জেলা উপ-সচিব নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সওজ) বলেন, আমরা সরকারি জায়গার উপর স্থাপিত সব দালানকোটা ও দোকানকে সরিয়ে নেওয়ার জন্য গত মাসের ২৫ তারিখ নোটিশ দিয়েছি এবং মাইক দিয়ে প্রচার করেছি। তিনি আরো বলেন, পটিয়া ইন্দ্রপুল বাইপাস সংলগ্ন সেতু প্রকল্পের কাজ যাতে নির্বিগ্নে হতে পারে সেজন্য আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

Leave A Reply

Your email address will not be published.