পটিয়ায় তুষ ও ভুষির কারখানায় আগুনে পুড়ে ছাই।

0 163


পটিয়ায় ইন্দ্রপুল শিল্প এলাকায় বশির আহমেদের তুষের গোডাউন ও ভুষির কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে পটিয়া ইন্দ্রপুল শিল্প এলাকার ব্যাবসায়ী বশির আহমেদের একটি তুষের গোডাউন ও একটি ভুষির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক পটিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে ছুটে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, রাত পৌনে একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে কম সময়ে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার কারন হলো তুষ ও ভুষির কারখানা হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় ওক্ত ব্যাবসায়ীর ৩-৪ লক্ষ টাকা প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান করা হয়েছে।

রিপোর্ট: কাউছার আলম, পটিয়া।

Leave A Reply

Your email address will not be published.