বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের থ্রিডি হলোগ্রাম

0 253

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ২৩টি উক্তি নিয়ে এবারের জয় বাংলা কনসার্টে প্রথমবারের মতো প্রদর্শিত হলো থ্রিডি হলোগ্রাম। স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করা এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করাই হলো এই হলোগ্রামের উদ্দেশ্য।

পুরো পরিবেশনাটি আরো প্রাণময় হয়ে উঠেছিল শুরুতে হলোগ্রাফিক রূপে বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা’র উপস্থিতি। তাঁদের মুখে ১৯৭১ সালের ৭ মার্চ নিজেদের বাড়ির পরিস্থিতি, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের দূরদর্শী পরামর্শের স্মৃতিচারণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কণ্ঠে উচ্চারিত কবিতার পঙক্তি পুরো পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.