ভোটের অধিকার আদায় করে নিতে হবে : মীর নাছির

0 159


ভোটে বাধাদানকারী দুষ্কৃতিকারীদের প্রতিহত করে ভোটের অধিকার আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

রোববার নগরের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়া এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গনসংযোগকালে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ভোটের দিন সকাল থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। পাশাপাশি ভোটে বাধাদানকারী দুষ্কৃতিকারীদের প্রতিহত করে ভোটের অধিকার আদায় করে নিতে হবে। তিনি বলেন, পিছিয়ে থাকা বাকলিয়াবাসীর নাগরিকমান উন্নয়নের জন্য ডা. শাহাদাতের বিকল্প হতে পারে না।

গনসংযোগকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ বাকলিয়ায় আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি। বাকলিয়াবাসীর প্রতি আমার অনেক দাবি আছে। সেই দাবি নিয়ে আমি ডা. শাহাদাত হোসেনের জন্য ধানের শীষে ভোট চাইতে এসেছি। ডা. শাহাদাত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ| তাকে ধানের শীষে ভোট দিয়ে কারাবন্দী বেগম খালেদার জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করবেন|

মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, আমি বাকলিয়ার সন্তান। বাকলিয়া আমার নিজের এলাকা। বাকলিয়ার মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক। এখানে আমার জন্ম ও বেড় উঠা। এক সময়ের অনুন্নত এই বাকলিয়াকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীনের একান্ত প্রচেষ্টায় শহরে রুপদান করা হয়েছে। অবহেলিত বাকলিয়াকে উন্নত এলাকায় রূপান্তর করা হয়েছে। আমি মেয়র নিবার্চিত হলে এই বাকলিয়াকে একটি আধুনিক, সুন্দর, মাদক ও সন্ত্রাসমুক্ত, আর্বজনামুক্ত পরিবেশবান্ধব এলাকায় পরিণত করবো।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ইদ্রিছ মিয়া- চেয়ারম্যান, সহ-সভাপতি অধ্যাপক নূরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.