পটিয়া হাসপাতালে হাত ধুয়ে প্রবেশ করতে হবে সেবাপ্রার্থীকে
কাউছার আলম,পটিয়াঃ করোনা সচেতনতায় পটিয়া হাসপাতালের সামনে সেবাপ্রার্থীদের জন্য হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। পটিয়া হাসপাতালের প্রবেশ মুখে গিয়ে দেখা যায়, একটি নির্দিষ্ট স্থানে পানিভর্তি ট্যাংক ও সাবান রাখা হয়েছে।
হাসপাতালে সেবা নিতে আসা মো.শাকিল দেশী২৪ কে বলেন, এটি হাসপাতাল কর্তৃপক্ষের একটি অসাধারণ উদ্যোগ। চারদিকে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে অন্তত হাত ধুয়ে নিয়ে যে কেউ এ সংক্রমণ হতে রক্ষা পেতে পারেন।
এ ব্যাপারে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. জাবেদ বলেন, এখন থেকে হাসপাতালে প্রবেশ করার আগে সকলকে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। করোনাভাইরাস পরিস্থিতি এড়াতে সচেতনতামূলক এ কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, জনগণকে সচেতন করার জন্য দেশব্যাপী সকল হাসপাতালে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।