স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে অমিতাভ বচ্চন
চীনের উহানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এ ভাইরাস থেকে নিরাপদে থাকতে প্রত্যেকে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবার এরই ধারাবাহিকতায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।
বলিউডের শক্তিমান এ অভিনেতা হাতে সিল দেয়া ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মুম্বাইয়ে ভোটার কালি দিয়ে হাতে সিল দেয়া শুরু হয়েছে। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন, যদি আক্রান্ত হন পৃথক থাকুন।’
করোনার প্রভাবের শুরু থেকে ভক্তদের সচেতন থাকার পরামর্শ দিয়ে আসছিলেন অমিতাভ বচ্চন। প্রতি রোববার এ অভিনেতাকে দেখার জন্য তার বাড়ি জলসার সামনে ভিড় জমান ভক্তরা। কিন্তু করোনার কারণে গত রোববার বাড়ির সামনে ভক্তদের না আসার জন্য অনুরোধ করেন তিনি।
এক টুইটে তিনি লেখেন, জলসা গেটের সামনে আসবেন না। আমি দেখা করতে আসব না। সতর্ক থাকুন। নিরাপদ থাকুন।’
এদিকে বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারও স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য এ ব্যবস্থা গ্রহণ করেছেন ৯৭ বছর বয়সী এ অভিনেতা।