পটিয়ায় সংবাদপত্র হকার্সদের ত্রান সামগ্রী তুলে দিল পটিয়ার সাংবাদিকরা
পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার সংবাদপত্র হকার্স পরিবারের মাঝে ১০ দিনের খাবার তুলে দিল পটিয়ার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।
আজ সোমবার দুপুরে পটিয়া পৌর সদরের সংবাদকর্মীদের কার্যালয় চত্বর থেকে এসব খাবার বিতরন করা হয়।
পটিয়ার সাংবাদিকদের উদ্যোগে এবং পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর সহায়তায় প্রত্যেকের ঘরে ঘরে ১০ কেজি চাল, সাথে ডাল, তেল, লবণ, আলু বিতরণ করা হয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিরূপ প্রভাব ফেলেছে সংবাদপত্র হকার্সদের জীবিকাতে। ভাইরাসের সংক্রমণ রোধে সরকার জনজীবনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করলেও সংবাদপত্র হকার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পাঠকদের হাতে তুলে দিচ্ছেন পত্রিকা।
ত্রান সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, পটিয়ার সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, দৈনিক সমকালের সাংবাদিক আহমদ উল্লাহ, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক কাউছার আলম, দৈনিক সংবাদের সাংবাদিক নজরুল ইসলাম, পটিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আছহাব উদ্দিন, সহ সভাপতি, আবদুল হাকিম, সাধারন সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, হকার্স নেতা ফারুকুর রহমান বিনজু, খোরশেদ আলম, মুহাম্মদ জাফর, লিটন দে, বিজয় দাশ, মোরশেদুল আলম, সেলিম প্রমুখ।
এ প্রসঙ্গে পটিয়ার গনমাধ্যমকর্মী আহমদ উল্লাহ জানান, করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সব নাগরিককে ঘরে থাকতে বলেছে। এরমধ্যেও সংবাদপত্র হকার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পাঠকদের হাতে তুলে দিচ্ছেন পত্রিকা। জীবন-জীবিকার তাগিদে সংবাদপত্রের হকার্সদের যাতে পথে নামতে না হয় তার জন্য আমরা গনমাধ্যমকর্মীরা এ উদ্যোগ নিয়েছি।
আমাদের এ উদ্যোগে এগিয়ে এসেছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। সারাদেশের সংবাদপত্রের হকার্সের পাশে দেশের সর্বস্তরের মানুষেকে এগিয়ে আসার আহ্বান জানাই।