পটিয়ার হত দরিদ্ররা পেলেন জেলা পুলিশের সহায়তা

0 168


পটিয়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বিপিএম অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

তিনি অসহায় দরিদ্র ও শ্রমজীবি মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী নিজ হাতে বিতরণ করছেন।

আজ সোমবার সকালে পটিয়া পৌর সদরের একটি কলোনিতে ত্রান সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে গরীব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরণ-পোষণ, আহার যোগাতে পারছেনা। এ ধরনের শ্রেণী ও পেশার মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ২ কেজি লবণ সম্বলিত প্যাকেট বিতরণ করা হচ্ছে। জেলার ১৬টি থানায় এ কার্যক্রম চলছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম এর সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আফরুজুল হক টুটুল, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজ মাহমুদ, পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ খালেদ সহ জেলা ও পটিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.